কোথায় আমার পাড়া,
কে বলবে, কোথায় আমার ঠিকানা,
কার না জানা,
আমরা নই কানা, তবে কি রাতকানা।


দেশ আছে, বেশ আছে, বেশ কাছে।
গাঁ আছে, পাড়া আছে, মহাদেশ আছে।
নদী আছে, পর্বত আছে, সাগর আছে,
সঙ্গিনী আছে- এই-তো আমার কাছে, বসা আছে।
আমার তো ঈশ্বর আছে।


তবু যেনো উল্টো স্রোতের টান,
কোথায় যেনো চলছে, নতুন ভাগাভাগি
না-দেখা জলের টান বা জালের টান।


কোন জাল ভালোবাসি,
যেখানে বেশি হাসাহাসি, বেশি বেশি কাশি,
বেশি করে ফাঁসি, না না
এতো সমবেত যন্ত্রণা, সমবেত কান্না কি।
তাতে ক্ষতি কি,
তিতে খেলে মিঠা লাগে,
নতুন সমাজ, নতুন জালে আটকা।
অন্তজ-দলিতের স্বাধীনতা- 
নতুন পাড়া, নতুন পতাকা, নতুন মওকা।
আন্দোলিত প্রাণ, ঘুরেফিরি জাল থেকে জালে,
সঁপে দিয়েছি সব।
অন্তরলোক বলো, অন্তর্জাল বলো বা অন্তর্বাস বলো,
পর্বতে বাস ভুটানী ছাড়া, স-ব সমতট।


দেশ তো আগেই সমতট,
অনেকদিন বাদে, বিশ্ব আজ সমতট।।


নড়াইল, ৮ই ডিসেম্বর ২০২১