আমরা চাষা।
চাষ করি ক্ষেতে, ফসলের বিশ্বাসে।
চাষ করি বিশ্বাসে, ফসল আখিরাতে।


বদ্বীপের দুয়ার দিয়ে আসে ব্ৰহ্মপুত্ৰ।
ভাগ্যের আশীষ,
ভাগীরথীর টান ছেড়ে এগিয়ে যায় গঙ্গা-
মহামিলনের শীষ;
নতুন সঙ্গ, নতুন বঙ্গ, নতুন সংজ্ঞা।
পলিতে পলিতে দেখা পায় শীষ, খোদার আশীষ।


আমরা প্রান্তিক, মৎস্য দেবতা ভালোবাসি।
জংগলে বাস- সর্পদেবী মনসার পূজারী।
কুদরতি ভালোবাসি, আমরা উপকুলবাসি।
আসে অগ্রনী স্বেচ্ছাসেবী,
চাষা ফকির মুসলমান আসে;
গঙ্গার জল বেয়ে আসে, যেভাবে আসে পলি।
ওমানী বনিকেরা আসে,
সাথে করে কাগুজে কোরআন, পেয়েছি নতুন পুরান-
ছন্দের গান, নতুন কাহিনি, মারফতি গান।
আমরা কুদরতি ভালোবাসি;
পেয়েছি কিতাব, পেয়েছি নতুন গায়েন, নতুন গান।


বিদায়, মনসার শীষ! পেয়েছি, কুদরতি আশীষ।
উজানের সনাতনী, ভিক্ষুর কানাকানি-
কুদরতি গান; গায়েন মুসলমানের চাষে
'তিন পাগলে হলো মেলা নদে এসে'।


করে চলেছি চাষ, আমরা চাষা।
চাষ করি ক্ষেতে, চাষ করি বিশ্বাসে।
বিশ্বাসই মোদের শীষ;
নির্বাণে হোক, স্বর্গে বা আখিরাতে হোক-
পলিতে ঢাকা পড়ে গেছে মনসার বিষ।।


নড়াইল, ৮ই ডিসেম্বর ২০২১


কৃতজ্ঞতা স্বীকারঃ বাংলার খ্যাতিমান মানবতাবাদী বাউল ঘরানার সাধক/গায়ক লালন ফকির (সাঁই/শাহ) এর লোকগীতি/লালনগীতি, "তিন পাগলের হলো মেলা.. "