আমার মাটি, আমার ঘাঁটি।
আমার-আমার, তোমার-তোমার,
যে যার মানচিত্র আঁকি,
সময় দেয় ফাঁকি।


আমার-তোমার চিত্র- ফ্রেমে বাঁধা মিত্র।
সময়ে-অসময়ে হাঁকি,
সময়ে বাড়ে বাকি,
ইতিহাসে বাকি, ইতিহাস বাকি, কে রাখে বাকি।


আমার-তোমার মানচিত্র, একসাথে আঁকি।


বিশাল প্রচারে মহান রাখালের দল ও বুদ্ধ, কে তাদের শিষ্য।
আমরা মিশ্র জাতি।
আল্লার ঘর ভাসালে মধুমতী,
পাহাড়ে উঠে কলেমা, ফলে-চাষে-শস্য।


তোমার-আমার চিত্র, এক ফ্রেমে বাঁধি।
বিনিময় আনারস, কচুর হলদে ফুল-
আমরা ব্যাকুল,
টিকে থাক দুকূল।।


নড়াইল, ২রা ডিসেম্বর ২০২১