ও নদীরে! তোর বুকে নীল পানি
তার উপরে ভাসে যে জার্মানি
আমি কোথায় দেবো ডুব?
তোর বুকে যে নাইতে আমার ইচ্ছে করে খুব।


মাঝ বোশেখের তপ্ত-ক্ষরা দুপুর
জলশূন্য খাল, বিল আর পুকুর।
শুকনো মাটি কাঁদে জলের শোকে
মধ্যদিনের রোদ্র নাচে চোখে।
গায়ের চামড়া ঘামের নুনে
পুড়ছে চিটেগুড় আর চুনে -
তোর বুকেতে ডুবে ধুতে ইচ্ছে করে খুব
বল্ দেখি ও নদীরে তোর কোথায় দেবো ডুব?


জল পিয়াসি চাতক পাখি
ঊর্ধ্বে চেয়ে মরছে ডাকি।
মেঘ বালিকা যায় পালিয়ে
দুষ্ট হেসে খিলখিলিয়ে।
শুকনো পাতা নুপুর পায়ে
নেচে ঘোরে দমকা বায়ে -
তোর বুকেতে নাচতে আমার ইচ্ছে করে খুব
বল্ দেখি ও নদীরে তোর কোথায় দেবো ডুব?


আসবে কবে আষাঢ়-শ্রাবণ
দুকুল ভেসে নামবে প্লাবন।
ছল ছল তোর বুকের জলে
ডাকবি রে তোর অথৈ তলে -
যেথায় আমার ডুবে যেতে ইচ্ছে করে খুব
সেদিন কবে যেদিন দেবো তোর বুকেতে ডুব?