জনারণ্যের অনেক দূরে, নির্জন এক ভুমি
এই হৃদয়ের কোথায় যেন আগ্নেয়গিরি তুমি।
গহীন তলে অগোচরে বাড়তে থাকো তাপ
আগুন-জলে বাস্প করে সৃষ্টি করো চাপ।
ভাবতে থাকো, বদ্ধ জ্বালা ঊর্ধ্ব পানে উড়াই
শান্ত-নিথর সুখী আকাশ এই আগুনে পুড়াই।


দেহের সকল শক্তি দিয়ে আকাশ পানে ছোড়ো
আগুন পড়ে নিজের বুকে, নিজেই আবার পোড়ো।
ভেতরটাকে বাইরে ছুড়ে ক্ষণিক লাগে বেশ
বোঝো নাকো করলে বৃথায় নিজেকে নিঃশেষ।
ক্ষনিক পরে আকাশ বাতাস আগের মতই হাসে
হৃদয় পুড়া ছাইগুলিও অল্পক্ষণই ভাসে।


যাদের বসত্ কাছে ছিল, তারাও যে যায় দূরে
নিঃসঙ্গতায় দহন চলে ভাব-আবেগে পুড়ে।