ওগো আমার রাজাধিরাজ, আমার প্রাণের প্রিয়
আলোয় যদি না আসো গো, আঁধার করে দিও।


আসবে তুমি রাজাধিরাজ ভিখারিনীর ঘরে
আলোয় জগৎ দেখলে জানি তোমার লজ্জা করে।
তুমি যদি বাসো ভালো; অভাগিনীর সেই তো আলো
ঢাকতে তোমার লজ্জা প্রিয় আঁধারেই আসিও।


ভিখারিনী ডাকলে তোমায় এ প্রেম হবে জানা
তাই বলেছি মনকে আমার ও নাম ডাকা মানা।
ভিক্ষা হাতে দাতার বেশে; দাঁড়িয়ো আমার সামনে এসে
সবার চোখের অগোচরে প্রিয়, এই চোখে তাকিও।


জানি তুমি চাওনা কিছুই ভিখারিনীর কাছে
ভিখারিনী দেবে তোমায়, কী বলো তার আছে?
যা আছে তার মাল্য করে; দেবো তোমায় অগোচরে
প্রেমে দগ্ধ অভাগিনীর সেই হৃদয়-মাল্য নিও।


জনবিহীন ঝড়ের রাতে আঁধার ঘরে আছি
এখন তোমার হোক অভিসার, এসো কাছাকাছি।
অভাগিনীর ঘরে এলে; দেখবো মাটির প্রদীপ জ্বেলে
চোখের মিলন সাঙ্গ হলে প্রিয়, প্রদীপটি নিভিও।


রচনা: ১ নভেম্বর, ২০১৬