ইকবাল ভাই বড় চিন্তায়  
জাগে ঘুমহীন
সামনের লনে আগাছার বনে
খাটে প্রতিদিন।


লোকমুখে শুনে দিয়েছিল বুনে
ফুলগাছ আনি'
কাড়ি কাড়ি সার দিল কতবার
সাথে দিল পানি।


ফুলগাছ গুলি রয় সব ভূলি
একটুও বাড়েনা
যতদিন যায় ভরে আগাছায়
ওরা লন ছাড়েনা।


আগাছার ফুল নাচে দুল দুল -
ইকবালে শুধায়ঃ
"কেন এত রোষ কি করেছি দোষ
জানাবে কি তাই?


তুমি চাও যাহা মোরা দিই তাহা
তবু নও খুশী
ফুলগাছ গুলো হয়তো বা ভুলো
আমরা কি দুষী?"


ইকবাল ভাই সমাধান পায়
বুদ্ধি সে আঁটে
রেখে আগাছায় ইকবাল ভাই
ফুলগাছ কাটে।


আগাছায় সার দেয় কয়বার
আর দেয় জল
দিন কয় পর খুশী অন্তর
চোখে দেখে ফল।


আগাছার ফুল খেলে দুল দুল
সারা লন জুড়ে
দেশী-বিদেশী পাড়া প্রতিবেশী
চেয়ে দেখে ঘুরে


মুখ টিপে হাসে চোখ জুড়ে ভাসে
ঠাট্টার ভাব
কেউ বলে যায় কবে পেলে ভাই
পাগলা-স্বভাব?


ইকবাল ভাই ভেবে নাহি পায়
কি বা তার ভূল
কি বা আসে যায় দিলে আগাছায়
সুন্দর ফুল?


(পৃথিবীর লনে "আগাছা"হিসাবে যারা বিবেচিত হয়, যাদেরকে উত্খাত করার জন্যে অপশক্তির হাতগুলো কাজ করে যাচ্ছে, ইকবাল ভাইয়ের মত পরিচর্য্যাকারী পেলে তারা হয়ত পৃথিবীর লনটাকে সুন্দর ফুলে ভরিয়ে দিত| সে সমস্ত “আগাছাদের” জন্যে আমার আজকের এই ছড়া ..........)