ভবের এই আজব বাজারে
বেচবি যদি, রঙিন পণ্যে দোকান সাজা রে।


ভাবলি সবাই এই বাজারে কিনতে এসেছে
বুঝলি নারে নিজকে সবাই বেচতে হেসেছে।
এই বাজারে রইলি রে তুই মূর্খ দোকানদার
না বেচে তুই কিনে করিস লোকসানী কারবার
বেচতে হলে নিজের নামে মাইক বাজা রে।


দেখনা চেয়ে এই বাজারে আছে যত ক্রেতা
দুচোখ তাদের ধাঁধিয়ে দিতে চলছে খেলা হেথা।
বেচার কাজে সদাই লাগে চতুর কথার ফাঁকি
মরা পচায় মোড়ক দিয়ে রাখ রে গন্ধ ঢাকি'
দেখবি ক্রেতা কিনবে মরা, ফেলবে তাজারে।


বেচবি যে তিল, বেচবি যে গুড়, কেউ তা চা'বে না
পুষ্টি যতই দিক না ওসব কেউ তা খাবে না।
ওরে, জ্বাল দিয়ে গুড় মেশা তাতে একই সে তিল ভাজা
দেহের ক্ষতি করলে করুক, নামটা দিবি খাজা
দেখবি কেমন কিনবে সবাই তিলে খাজারে।


হেথায় যারা বুদ্ধি বেচে তারাই মহাজ্ঞানী
মজুরখাটা নামটি জোটে বেচলে শ্রমের ঘানি।
হেথায় বেচছে যে যা হচ্ছে সে তাই-ওয়ালা
নারীই শুধু বেচলে দেহ পায় সে অনেক জ্বালা
বেশ্যা নামে দেয় যে তারে সমাজ সাজা রে।