আকাশ কহিল ডাকি রাত্রির প্লেন-যাত্রীকেঃ
কি এনেছো ধরা হতে দিতে মোর রাত্রিকে?


যাত্রী কহেঃ আনিয়াছি ধরণীর ক'টি কণা ধুলি
যদি তাহা নিতে পারো তব শিরে তুলি
পূণ্য পেয়ে ধন্য হবে তব শূণ্য বুক।
কহিল আকাশঃ আমি তাহা পেতে উন্মু্খ।
যাত্রী কহেঃ করো যদি তব শির নত
পেতে পারো মোর পদতলে আছে যত।


আকাশ কহেঃ আমি বিশাল, আছি অতি উচ্চে,
কেমনে নোয়ায় মাথা তব পদ-তুচ্ছে?


যাত্রী কহেঃ নিশ্চয়ই নামিবে নীচে প্রলয়ের পরে,
দুর্ভাগ্য তোমার, আমার পদদ্বয় তখন রবে উপরে!