যে আলো জ্বালাও তুমি তা আমি জ্বালাই কেমনে?
চাই শুধু সে আলোর ছোঁয়া আমার এ মনে।

এই জগতের যে দিক তাকাই দেখি সারাবেলা
চলছে কত রঙ বেরঙের আলো আঁধার খেলা
ওগো ও আলোর দিশারী
আমি চিনতে যে না পারি
কোনটি তোমার সঠিক আলো এমন ভুবনে।

তোমার আলো তুমিই জ্বালো সারা জগৎ ভরে
আলোর মাঝে আঁধার তবু থাকে এ অন্তরে।


যে আলোটার জ্বলা নেভা নেইকো আমার হাতে
তুমি যদি না জ্বালো তা কী হাত আমার তাতে?
মনের সকল আঁধার ঠেলে
তোমার হাতে দাও গো জ্বেলে
হৃদয় আমার দাও ভরিয়ে আলোর দরশনে।