আমি এখন নব্য কবি, সভ্য-পেশাজীবী  
লিখি এখন সব কবিতা যে যা বায়না দিবি।
আমার লেখার ভাষা এখন অতি শালীন সভ্য
লেখার মাঝে ভাবি এখন সবার ভবিতব্য।
সবাই যখন করে এখন যে যার নিজের পেশা
বাদ দিয়েছি অন্য পেশায় ভুল ধরাটার নেশা।


প্রকৌশলী, কৃষিবিদ, বিজ্ঞানী আর ডাক্তার
আমার লেখায় প্রতিদিনই বাড়ে যে নামডাক তার।
ধর্মগুরু, রাজনীতিবিদ, ভন্ড, অসৎ ব্যবসায়ী
কি আসে যায় কেউ যদি হয়, গাঁজাখোর বা মদ্যপায়ী?
সাংবাদিক বা চাকুরীজীবি, করে যারা অধ্যাপনা
প্রেমের পেশায় প্রেমের নামে করছে যারা প্রতারণা
চাঁদাবাজি, টেন্ডার দখল - সবই পেশার আওতায়
কি আসে যায় মিথ্যা কথায় গুন্ডামি আর ভাওতায়?
থাকেই যদি এখন তখন দুই চারটা খুনের নেশা
দু’দিন পরে ধরবে ওরা দেশ শাসনে রাজার পেশা।


তাই কবিতায় গুনগান গায় সর্বসদাই ওদের নামে
গ্যারান্টি দিই ভালো লেখার হোক না যতই সস্তা দামে।
বিনামূল্যে সদাই লিখি যে মুহূর্তে যা চান রাজা
পুরস্কারটা পেলে ভালোই, না পেলেও তো বাঁচে সাজা।
কবিতা তো পড়েই ওরা, পড়বো কেন ওদের রোষে
উৎপীড়িতের কথা লিখে মরবো কেন দ্রোহের দোষে?


দোকান এখন খোলা আমার দেদার লেখার বায়না চাই
পেশাজীবী কবির লেখায় অন্য পেশার কুৎসা নাই।