ওহে কবি বন্ধুগণ, আমি কোন কবি নই
কবিতার নামে শুধু তোমাদের সাথে রই।
আমি কোন কবি নই।

তোমাদের কলমে মনোভূমি করো চাষ
শব্দ ও ছন্দে সোনা ফলে বারোমাস
আমি এসে সহসাই পাকা ধানে দিই মই।
আমি কোন কবি নই।


তোমাদের কবিতায় চেতনার ইন্দ্রজাল
বিমূর্ত নৃত্যে আনে সুর-লয়-তাল
তারই মাঝে সুরহীন আমি করি হৈ চৈ।
আমি কোন কবি নই।


হৃদয়ের তন্ত্রীতে রবীন্দ্র, নজরুল
ছন্দের ঢেউ তুলে ভাসায় দুকূল
ডুবে দেখি সমুদ্রে জল কত অথৈ।
আমি কোন কবি নই।

সুখ, দুঃখ, আশা, ব্যাথা, জীবনের ছোট কথা
রাগ ও আনন্দে, ভাঙি যাতে নীরবতা
বলিনা কবিতা তারে, সহজ বর্ণনা বৈ।
আমি কোন কবি নই।

শুধু জানি সে নয় কবিতা, আমি কবি নই
ধৃষ্টতা নিয়ে তবু, তোমাদের সাথে রই
যদি কভু তোমাদের কলমে কবিতা হই
হৃদয়ের উষ্ণতায় ফুটিও তবে ছন্দের খই।
আমি কোন কবি নই।

রচনা: ১৭ আগস্ট, ২০১৬