আমি যা, আমি তাই, তার বেশী কিছু নই
নেই তো কিছুই আমার, শুধু অপূর্ণতা বৈ।


আমি সবার মতই হাসি আপন মনে
কখনও আবার কাঁদি যে অকারণে
কখনও আবার একাকী সংগোপনে
                              নিজেতে বিভোর রই
                              আমি তার বেশী কিছু নই।


আমি সবার মতই চাহিয়া ফুটাতে ফুল
সময়ের বুকে রেখে যাই কিছু ভুল
তবু চেয়ে দেখি নিত্য ফোটে যে মুকুল,
                               মনে হরষিত হই
                               আমি তার বেশী কিছু নই।


এই আমি যদি না হই তোমার প্রিয়
আমারে তবে অতি সহজেই ভুলিও
যারে ভালো লাগে সেই ফুল তুলে নিও,
                             আমি ধুলি 'পরে রই
                             আমি তার বেশী কিছু নই।