আমি, আমার দেহ এবং মন
সব-সাকুল্যে আমরা তিনজন।
আমরা করি যখন যাই পছন্দ
তাতেই আছে জনতার আনন্দ।
অন্য কারো থাকলে তাতে দ্বিমত
নিশ্চয়ই তা স্বৈরাচারীর পথ।
করবেই তা জনতার অনিষ্ট
কারণ, আমরা সংখ্যা-গরিষ্ঠ।
আমরা যাসব না করি পছন্দ
নেইকো তাতে একটুখানিও সন্দ,
অপছন্দ করবেই তা অধিক জনগণ
আমরা ও জনতা - আসলে এক মন।
জনগণকে করতেই হবে রক্ষে -
যাক না যেই আমাদের বিপক্ষে
তাদেরকে তাই করবই নির্মূল
কারণ, বিপক্ষ নয়, আমরাই নির্ভুল।