আঘাত হেনে জাগিয়েছো, এখন আছি জেগে
আর হয়ো না অকরুণ গো, আর মেরো না রেগে।


অবিরত মারের ঘায়ে, রক্ত ঝরে আমার গায়ে
এখন আমার প্রাণ যাবে গো ঠুনকো আঘাত লেগে।


ভুলেছিলাম, ভুলেছিলাম তোমার দানের কথা
সুখের নিদ্রা এনেছিল গভীর নীরবতা।
এখন তো ঘুম গেছে টুটে, কাঁদছি ব্যাকুল জেগে উঠে
ললাটে যে হাসছে ফুটে যে দাগ দিলে দেগে।


নিয়েছি সব দোষ তো মেনে, এখন বুকে নাও গো টেনে
আজ নিজেকে ক্ষুদ্র জেনে, যাচ্ছি ক্ষমা মেগে।