রাজকুমারী যদি কুমারীর রাজা নয়
রাজকুমার যদি রাজার কুমার হয়
রাজবধূ যদি বধূদের রাজা নাই হয়
রাজ্ প্রাসাদ কি প্রাসাদের রাজা হয়?
রাজ্ দিয়ে সবকিছু যদি রাজার হয়
রাজার নীতিই রাজনীতি তবে নিশ্চয়।


যে নীতি নয় নীতির রাজা, নয় সেরা
তাই দিয়ে জনতার জীবন আজ ঘেরা।
যাহা ছিল অস্ত্র রাজার স্বার্থ রক্ষার
কেমনে তা দেবে জনতার অধিকার?
অন্য নামে রাজা আজ জনপ্রতিনিধি
জনগণ আজও পায় রাজার সেই বিধি।
প্রজা আজো চুপ থাকে রাজাদের ত্রাসে
প্রজার সম্পদ রাজা-ই খায় অনায়াসে।


জনগণ! জাগো আজ, বলো আরবার
তাড়িয়েছি রাজা, তার নীতি নয় আর।
চাই আজ অন্য নীতি - জনতার নীতি
যাতে রবে রাজা নয়, জনতার প্রীতি।
রাজা গেছে জাহান্নামে, গেছে রাজপূত
বাঙালীর ঘাড়ে তবু রাজাদের ভূত!