কত উদ্বিগ্নে ভরা প্রতিদিন
জীবনের চারিদিক
তুমি কি গো আছো ঠিক?


ঘটে প্রতিদিন কত ঘটনা
সবই কী তোমার হাতে
যা কিছু হয়নি, যা কিছু পাওনি
তুমিই কী দায়ী তাতে?
ব্যর্থ সবাই আনন্দে হাসে
তুমি কেন নেবে ধিক?
তুমি কি গো আছো ঠিক?


জীবন মানে আগুনের পথে
খালি পায়ে হেঁটে চলা
কাঁটার শয্যায় নির্ঘুম জেগে
ফুলের শয্যা বলা
ফনীমনসারে বুকেতে জড়ায়ে
সুখেতে সদাই হাসা
বিষে জর্জর অঙ্গ লইয়া
অজগরে ভালোবাসা
শঙ্কার বুকে ডঙ্কা বাজিয়ে
বেঁচে থাকা নির্ভিক।
তুমি কি গো আছো ঠিক?


কত হাসি, গান, ছন্দের মাঝে
রবে কেন একা চুপ?
জগতের মাঝে মহতের কাজে
খুঁজে নাও নিজ রূপ।
এসো কথা বলি, এসো কথা শুনি
বিফলতা ভুলে সফলতা গুনি
অভিমান ভুলে অনুরাগে এসো
একসাথে হাসি ফিক্
তুমি কি গো আছো ঠিক?


ধর্ম, বর্ণ, জাতির পতাকায়
জগৎ আজিকে খন্ড
মানবতা নিয়ে দানবতা চলে
ক্ষমতাবানেরা ভন্ড।
কালের ভুল আজ বাঁধা মাস্তুলে
এসো একসাথে ছুড়ে ফেলি খুলে
ভগ্ন তরণী নিতে হবে কূলে
এসো হে কালের নাবিক
তুমি কি গো আছো ঠিক?
---------------------------------------
* Today is RUOK? day in Australia:
an effort to minimize the suicide rate
by minimizing the anxiety in human
mind & body through:
Ask, Listen, Encourage action & Check in.  
More information is on: www.ruok.org.au