সারা জীবন খুঁজলি রে মন
কোন সে পরশ পাথর
বুঝলি না তুই বসেই আছিস
সদায় সোনার উপর।
কাঁদলি পরশ পাথর চেয়ে
ফেললি সোনা হাতে পেয়ে
সোনার অঙ্গ ভষ্মে ছেয়ে
কাঁদিস বৃথায় নিরন্তর।

খ্যাপা হয়ে ঘুরিস সদাই
যে মহাধন খুঁজে
সে ধন দিয়েই তৈরী যে তুই
আসে না তোর বুঝে
নিজ মহলে চেয়ে দেখ
কষ্টিপাথর আছে যে এক
জাগবে যখন তোর সে বিবেক
ভরবে সোনায় তোর অন্তর।

মানুষই যে পরশ পাথর
যার ছোঁয়াতে হ’বি সোনা
বিবেকটা তোর কষ্টিপাথর,
সত্যি যাতে যাবে চেনা
বিবেক মেরে মানুষ ফেলে
কিই বা পাবি বনে গেলে
ঠিক বেঠিকের আলো জ্বেলে
নিজের বিচার নিজেই কর।