হঠাৎ যেদিন মালা হাতে চাইলো দিতে গলে
হৃদয় আমার সিক্ত ছিল নয়ন ভরা জলে।
তার সে মালা নেওয়ার তরে করব মাথা নত
মনের ভেতর এলো কেমন হঠাৎ ইতস্ততঃ -
মালা হাতে দাঁড়িয়ে আছে আজকে যে তোর দ্বারে
অল্পদিনেই কতটুকু চিনিস বল্ আর তারে?
আজ যেটা মন ভাবিস ওরে রঙিন ফুলের মালা
ফুল শুকালে দিতেই পারে কাল সে কাঁটার জ্বালা।
আজকে যদি ফিরাস তারে নিছক প্রত্যাখানে
সইতে হবে কাঁটার জ্বালা তার সে অপমানে।


অবশেষে মালাখানি নিলাম দু'হাত পেতে
পাশেই রেখে শূন্য গলায় রইনু কাজে মেতে।
দুদিন পরেই বুঝলো যখন ভিন্ন পথে চলি
মাল্যদানের ভুলে সে আজ যাচ্ছে মনে জ্বলি'।
দাসত্বের সেই মালাখানি থাকলে আজি গলে
গলাখানি পড়ত যে আজ তার অসিটার তলে।