দুঃখ, ব্যথা, হতাশা আর অভাব, মৃত্যু, জ্বরা
এ সব দিয়ে জগৎ ছিল, আছে, রবে ভরা।
এদের মাঝে সদাই কঠিন জীবন সতেজ রাখা
বেঁচে থাকার কারণ ছাড়া, বেঁচেও মৃত থাকা।


বাঁচা মানে নিত্য মরেও মৃতে জীবন খোঁজা
সুখানন্দের অট্টহাসি, উড়িয়ে দুখের বোঝা।
আঁধারটুকু নিজের রেখে আলোকটুকু দেয়া
কাঁটার ঘায়ে কেঁদে তবু হেসে গোলাপ নেয়া।


দুখের ক্ষণের দীর্ঘশ্বাসের কমানো দীর্ঘতা
পাঁকের বুকের পদ্ম ফুলে খোঁজা যে মুগ্ধতা।
বিরাগ ভুলে অনুরাগে যখন মুগ্ধ মন
হৃদয় হাসে সুখে বাঁচে দুখের মাঝে জীবন।


কারো হৃদয় মুগ্ধ যে হয় গেয়ে সুরের গান
মুগ্ধ হয়ে কেউ দিয়ে যায় মূর্তি-চিত্রে প্রাণ।
মুগ্ধ মনে কবি লেখে হাজার ভাবের কাব্য
কারো কানে ছন্দ আনে, কারো কানে অশ্রাব্য।


দুঃখ সুখের গাঁথায় চলে কারোর অভিনয়
ব্যস্ত সবাই বাঁচার গানে - ভিন্ন পরিচয়।