খালি পাত্র বাজে বেশি
রূপ নেই যার সাজে বেশি।
হালকা জিনিস ওড়ে বেশি
শুকনো খড় পোড়ে বেশি।
অল্পবিদ্যার জাহির বেশি
ঘর নেই যার বাহির বেশি।
মান নেই যার লাজ বেশি
অকর্মার কাজ বেশি।
জোর নেই যার রাগ বেশি
সাদা বস্ত্রে দাগ বেশি।
চোরের মা'র গলা বেশি
কলাহীনের কলা বেশি।
অন্ধজনের কান বেশি
পরকিয়ায় টান বেশি।
মাসী যে তার দরদ বেশি
লম্পটরা মরদ বেশি।
চোরের নাকি ভক্তি বেশি
নিন্দুকদের শক্তি বেশি।
চাপাবাজের কথা বেশি
আলেকলতার লতা বেশি।
আগাছাদের বাড় বেশী!
অসত্যের ধার বেশী!
যে হারে তার হুমকি বেশি
মেকি সোনায় চুমকি বেশি।
কম বর্ষণ, গর্জে বেশি
ধৈর্যশীল অর্জে বেশি।
উড়ো কথা চলে বেশি
স্বার্থপররা দলে বেশি।
ভোটপ্রার্থীর বিনয় বেশি
নির্লজ্জের কী নয় বেশি?