যুদ্ধের ময়দানে সশস্ত্র সৈনিক
শান্তির স্বপ্নে চেয়ে থাকে দৈনিক।
রাজনেতা ঘ্রাণ খোঁজে মদিরার চুমুতে
নটিনির বাহুতে সুখে চায় ঘুমুতে।


অগত্যে সৈনিক হাত রাখে ট্রিগারে
বুম বুম নির্ঘুম শব্দেরা ইথারে।
মৃত্যুর চুম্বনই সৈনিকের পরিণতি
অবৈধ বিপ্লব - হেঁকে যায় রাজপতি।


ক্ষুধার্ত সৈনিক কিশোর এই সমাজে
ভালো কাজ নেই তাই গুলি ছোড়ে অকাজে।
নাম পায় - ভবঘুরে, সন্ত্রাসী, বখাটে
জীবনটা ক্ষয় করে জীবনকে ঠকাতে।


রাজ্যের রাজপতি মন দেয় পকেটে
মিথ্যার প্রতিশ্রুতি শুধু বাক্-রকেটে।
নতুন কমান্ড দাও আজ হে কমান্ডার -
মিথ্যুক রাজপতির নেই আর নিস্তার।


অস্ত্রটা হাতে যার, আঙুলটা ট্রিগারে
মিথ্যা প্রতিশ্রুতি থামাবে কি তারে?