দিন যায় যায় ঘনায়ে আসিছে নিকটে গোধুলী বেলা
সহসা দেখিনু দেয়ালে খেলিছে আলো ও ছায়ার খেলা।
দু'টি লাল ফোঁটা দেয়ালের গায়ে, একখানি লাল দাগে
যোগ করিয়া একখানি লাল চশমার মত লাগে।


বন্ধ করিয়া চক্ষু দুইটি লক্ষ্য করিনু স্থির
একটি বিন্দু আসিয়া মিলিল উপরে অন্যটির।
চারিদিক তার যে রঙে ঘেরা নিকষ আঁধার কালো
মাঝখানে তার জ্বলিয়া উঠিল উজ্জ্বল এক আলো।


খুলিয়া চক্ষু রগড়ায় তাহা ঘুঁচাইতে মোর সন্দ
ক্ষনিক পরেই চক্ষু দুইটি আবার করিনু বন্ধ।
দেখিনু আবার একই সেই খেলা, রহিনু ক্ষনিক চুপ
বুঝিনু চক্ষু বন্ধ করিয়াই দেখিয়াছি ঠিক রূপ।


চক্ষু খুলিয়া যাহা দেখি তাহা জগতের মহাভ্রম
বন্ধ চক্ষে শুধু দেখা যায় সত্য ও মনোরম।