আজি বসন্ত এসেছে দ্বারে
সখি, অভিমানে কি গো ফিরাইব তারে?


জানি, তার ব্যথা বাজে বুকে, যে আজও আসেনি
যে এসেছে দ্বারে সখি, সে কি ভালোবাসেনি?
আজি, বাসন্তী রঙ মেখে তনুতে
বিদ্যুত শিহরণ হৃদয়ের অণুতে
সাধিব কি বেদনার সুর শুধু ছিন্ন বীণার তারে?
আজি বসন্ত এসেছে দ্বারে।


আজি যে রজনী যায় সে আর আসিবে না ফিরে
নয়নের জলে কাঁদিবো বিফলে বসিয়া তটিনী তীরে?
যে আলোর জোয়ারে চাঁদ আজ এসে
তটিনীর ঢেউ 'পরে খেলা করে হেসে
তারে সখি, কত আর কাঁদাইবো বল্ বারে বারে ?
আজি বসন্ত এসেছে দ্বারে।


যাহারে ভাবিয়া জাগি এ রজনী, সখি নেই তার সাড়া
থাকিয়া থাকিয়া বনেতে ডাকিয়া ও কোকিল নিদ্ হারা।
যে ডাকে সখি কহিতে মোরে কথা
সে কি জানে কেন মোর নীরবতা?
বল্ সখি বল্, কি বলিয়া কেমনে আজি ফিরাইব তারে?
আজি বসন্ত এসেছে দ্বারে।