সুখের সাগর ভাসায় যখন আমায়
ডুবিয়ে দিও নোনাজলের তলে
বুঝিয়ে দিও জীবন কেমন বাঁচায়
তোমার দেয়া একটু মিঠে জলে।


বুঝিয়ে দিও আঁধার দিয়ে
গর্ব যা মোর আলোক নিয়ে
সেই আলোটাও আমায় ঘিরে
তোমার কথায় জ্বলে।
বুঝিয়ে দিও জীবন কেমন বাঁচায়
তোমার দেয়া একটু মিঠে জলে।


সুখের চূড়ায় দাঁড়িয়ে যখন
তাকাই অনেক নীচে
দুঃখ, ব্যথা ক্ষুদ্র হয়ে
দেখায় খুবই মিছে।
ক্ষুদ্র ব্যথা দিয়ে আমার বুকে
কান্না দিও, থাকি যখন সুখে
বুঝিয়ে দিও আমার যা সব
তোমার কথায় চলে।
বুঝিয়ে দিও জীবন কেমন বাঁচায়
তোমার দেয়া একটু মিঠে জলে।