জন্ম নিয়ে বন্ধ-দৃষ্টি করি চিৎকার:
এ কোথায় পাঠাইলে মোরে দয়াহীন
ক্ষুধা পেটে? কোথা হতে আসিবে আহার
কেমনে সহিব ভবে এতো রাত্রি-দিন?
তখনও মাতৃ রক্ত বহে এই দেহে
বিধাতার হস্তে বাঁধা হৃদয়-বন্ধনে
জননীর বক্ষে উঠি সীমাহীন স্নেহে
সুধার আধার আসে ক্ষুধার ক্রন্দনে।


এতো ক্ষুধা নিয়ে যার ধরণীতে আসা
আহার ও প্রেম দিলে আসিবার আগে -
ক্ষুধায় কেন রে তার মরে ভালোবাসা
বুভুক্ষের মৃত্যু কেন প্রেমহীন লাগে?
তবে কি আমার যাহা করিল ভক্ষণ
অন্যে? তাই খুঁজিনু তা সারাটি জীবন?


রচনা: ১০ অগাস্ট, ২০১৬