দেয়ার নেশায় মগ্ন যখন গিয়েছিলাম ভুলে
দেয়ার মতো রূপ ও গন্ধ ছিল কি সেই ফুলে।


পথের মাঝে যা পেয়েছি এনে আঁচল ভরে
সবগুলি তার রেখেছিনু তোমার চরণ 'পরে।
যাতে তোমার অবহেলা; যা সব তোমার আগেই ফেলা
তখন দেখি সকল বেলা তাই এনেছি তুলে।


বিন্দু বিন্দু জলের কণায় হয় যে ছোট নদী
ঘোলা জলের স্রোতস্বিনী বয় যে নিরবধি
নীল সাগরের অথৈ জলে; সেই ঘোলা জল চায় না বলে -
সাগর মিলন হয় কি রে তার - পথেই থামে যদি?


দিন যে আমার বৃথায় গেলো দেয়ার স্বপ্ন দেখে
দিতে এসে শুধুই গেলাম আবর্জনা রেখে।
তবু যে মন কী দুরাশায়; স্বপ্ন দেখে পায় যদি ঠাঁই
একটি সে ফুল আনমনে হায় তোমার খোঁপার চুলে।