ছন্দ! তুমি কোথায় করো বাস
লিখতে গেলে শুধু যে হাসফাস!


অন্য সময় বড়ই দাপাদাপি
ভাঙবে যেন মনের বন্ধ ঝাঁপি।
আকাশ পাতাল দেবে যেন ভরে
হাজার কথা হাজার ছন্দে ঝরে।
নীরব মনে হাজার কথার গান
আলোছায়া, মেঘ, বাদলে তুফান!


মনের মাঝে এতই যখন খেলা
রও না কেন সেথায় সারাবেলা?
কাগজ কলম এলেই ছন্নছাড়া
পালাও আমায় ফেলে ছন্দহারা!


সর্বহারা হওয়ার ব্যথা সইতে আমি পারি
ছন্দহারা হওয়ার জ্বালা কইতে আমি নারি।