করোনার ত্রাসে আজ বিশ্ববাসীর হৃদয় বিমর্ষ
আমি বাঙালী পহেলা বৈশাখে তবু বলি - শুভ নববর্ষ।
কেটে যাক বন্দীত্ব, ঘুঁচে যাক ভয়
বাঙালীর সুখ হোক চির অক্ষয়
রোগ শোক দূরে যাক, মানুষের মনে হোক হর্ষ -
এসো বলি - শুভ নববর্ষ।


চেনা মুখ হারিয়েছে - বেদনায় কাঁদে তাই মন
চেয়ে দেখি কাছে দূরে তবু আছে শত দুখীজন।
নিজেকে ভেবে তাই সৌভাগ্যবান
সৌভাগ্য থেকে কিছু আজ করি দান
বঞ্চিত-বিদগ্ধ মানুষের মনে দিই প্রেম-সুখ-স্পর্শ
এসো বলি - শুভ নববর্ষ।


ধ্বসে যাক, বসে যাক যা কিছু অমঙ্গল-অতীত
হোক আজ স্থাপিত জীবনের শুভ নব-ভিত।
আজ ভোরে খুলে যাক এক নবদ্বার
আলো এসে দূর হোক যত অন্ধকার
দিকে দিকে টিকে থাক এ জীবনে যা কিছু উতকর্ষ
এসো বলি - শুভ নববর্ষ।