সকল আলো নিভেছে যখন - নিকষ অন্ধকার
এখনো আমি করিনি তবু, করিনি বন্ধ দ্বার।
এখনো ভাবি সকল কিছুর শেষে
আঁধার ঘরের ঐ খোলা দ্বারে এসে
আলো হাতে নিয়ে দাড়াবেই তুমি হেসে
এখনো জাগেনি এ মনে সন্দ তার।


এসো তুমি ওগো অসীম করুণা-প্রেমে
আঁধারে ঘেরা জীর্ণ এ ঘরে নেমে
ছিন্ন যে বীণা রয়েছে এখানে থেমে
পরশে জাগাও সুর ও ছন্দ তার।


এসো তুমি ওগো আঁধারে আলোক হাতে
ছন্দ পতনে সুর ও ছন্দ সাথে
দুঃখ শেষে জীবনের নবপ্রাতে
লাঘব করো হতাশা- স্কন্ধ-ভার।