প্রতিপাদ্য বিষয় গুরুতর
যতই ভাবি ততই আমি কাঁপছি থরথরঃ


পৃথিবীতে মানুষজাতি আশরাফুল মাখলুকাত
করোনার আঘাতে আজ তারাই কুপোকাত।
তাই ডেকেছে বিরাট সভা অন্য প্রাণীকুল
ভেবে দেখতে মানুষজাতি হবে কি নির্মূল।
কিংবা যদি এ করোনা রোধে
অন্য প্রাণীর আসে কিছু বোধে!


এ জগতের সকল প্রাণীর পেলাম সেথায় দেখা
মানুষজাতির প্রতিনিধি আমিই শুধু একা।
খাঁচায় পোষা আমার প্রিয় টিয়ার আমন্ত্রণে
অতি ভোরে হাজির আমি এমন সম্মেলনে।
উপস্থিত সব আমায় সেথা কৌতুহলে দেখে
সমস্বরে উঠলো বলে - এ এলো কোত্থেকে?
দেখে এমন অবস্থা বেগতিক
বললাম আমি - পেশায় সাংবাদিক
এ সভাতে মানুষজাতির আমিই প্রতিনিধি
পৌঁছে দেব যা কিছু হয় সভার রায় ও বিধি।
শান্ত হয়ে শেষে -
বসুন, বসুন - বলল সবাই একটু মুচকী হেসে।


ক্ষুদ্র-বৃহত অনেক প্রাণীর অনেক হলো কথা
সবার শেষে সভায় এলো একটু নীরবতা।
ভাবছি যখন সভা বুঝি হচ্ছে এখন শেষ
সিংহরাজা হঠাত করে হুংকার ছেড়ে বেশ
বলল - আমার পশুরাজ্যে সবাই সুখে থাক
মনুষ্যকুল যায় যদি তো এবার নিপাত যাক।
বনের হাতি ভদ্র অতি সভার সভাপতি
বলেন, আরও ভাবতে দিলাম সামান্য বিরতি।


চা-পানের সেই বিরিতিতেও অনেক হলো শলা
সভাপতি শুনলেন নিজে যার যা ছিল বলা।
আবার সভা শুরু হতেই বলেন সভাপতি
মানুষ আশরাফুল মাখলুকাত - স্রষ্টারই তা মতি।
কাদায় পড়া হাতির মত আজকে তারা বেহাল
ভাবুন সবাই কেমনে ধরায় রাখি তাদের বহাল।


হঠাত সেথায় ভোঁ ভোঁ রবে উঠলো রেগে মশা -
কেমনে ভুলি মানুষ করে আমাদের কী দশা!
একটুখানি রক্ত খেতে বসলে তাদের গায়ে
কৃপণ যত মানুষগুলি মারে হাতের ঘায়ে।
বলে নাকি আমরা সবাই তাদের রোগের মূল
অদৃশ্য এই হামলাতে তাই নেই করোনার ভুল।


হাত উচিয়ে দাঁড়িয়ে গেল পিঁপড়াদলের নেতা
বলল, তবে আমার কিছু বলতেই হবে হেথা।
বলেন হাতি সভাপতি - সময় অল্প অতি
তবুও শুনি তোমার কথা, কিন্তু দ্রুতগতি।
পিঁপড়া বলে, মানুষজাতি অতি কপট, ইতর
মুখে বলে "জীবে দয়া করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর"।
কর্মে করে সারাক্ষণই জীবের সর্বনাশ
নিজের স্বার্থে বানায় তারা ঈশ্বরকেও দাস।
ইচ্ছে মতই ধ্বংস করে বৃক্ষ ও জঙ্গল
ভাবে না কী অন্য প্রানীর তাতে অমঙ্গল।
নশ্বরতা জেনেও ভাবে "মুই কী হনু রে"
আমারাই ঠিক, আমরাই ঠিক "যেটাই কনু রে"।
পৌঁছে গেছে ঔদ্ধত্যের চরম শিখরে
ভাবুন দেখি স্রষ্টা সহ্য করেন কী করে!
তাই তো বলি সভাপতি, হাতি মান্যবর
চলছে যেমন চলুক কদিন এই ধরণীর 'পর।
মানুষজাতির পাওনা যা, আজ ভালো করেই পাক
স্রষ্টার ইচ্ছায় থাকলে থাক, নইলে নিপাত যাক।


পিপীলিকার হেন কথায় ঘা লাগে মোর গর্বে
সুযোগ পেয়ে মশাও দেখি মানুষকে আজ খর্বে।
আবার ভাবি করতেই হয় তাদের গুণগান
মানুষ হওয়ার গর্ব নাহয় হোক আজ অবসান।
ভাবনাগুলো বলার আগেই বাধ সাধলো কাকে
ঘুমটা আমার ভেঙে গেল তার কর্কশ ডাকে।