চূর্ণ করো, ওহে প্রভু, চূর্ণ করো, আমার অহংকার
হৃদয় বীণার তারে আমার বাজাও প্রভু তোমারই ঝংকার।


হাজার রংয়ের রংধনুতে দৃষ্টি গেলে ছেপে
যাই যে ভূলে তোমার আলো আছে সেথায় ব্যাপে।
তুমি তবু জানো প্রভু দৃষ্টি হারার এমনে রং কার।


জগৎ মাঝে চলি যখন উচ্চে রাখি শির
তোমার পায়ে নামাও তারে, ঝরাও অশ্রুনীর
জগৎ দেখে বাহির আমার অন্তরেতে দৃষ্টি তোমার
সেথায় ঝরাও শ্রাবন ধারা তোমারই শংকার।


রচনা: ২৪ অক্টোবর, ২০১৬