ভোর হতে খোকা কাঁদে মন বড় খারাপ
বাবা বলে, "কি হয়েছে বল্ আমারে বাপ।"
খোকা বলে, "ভেঙে গেছে দাদুর থালা
সেই হেতু কাঁদি আমি মনে নিয়ে জ্বালা।"
বাবা বলে, "ভেঙেছে থালা সে তেমন কি
এই নিয়ে খারাপ কেউ করে মন কি?"
খোকা বলে, "মা যে দিতো দিনে তিনবার
ভাঙা সে থালাটাতে দাদুকে খাবার
বৃদ্ধ হলে কেউ কি খায় ভালো থালায়?
আমি কাঁদি তোমার কি হবে ভেবে তাই;
তুমি যখন বুড়ো হবে দাদুরই মত
তোমাকে দিনের খাবার দিতে হবে যত
আমার বৌ কোথা পাবে অমন ভাঙা থালা
এই ভেবে মনটাতে এত আমার জ্বালা।"


রচনা: ২৫ জুন, ২০১৬