আমার হাতে,
দিয়েছ যে আলোর প্রদীপখানি
জানি, প্রভু জানি
পেয়েছি তা তোমার অনুগ্রহে,
তার আগুনে ভয় না করে
শক্তি দিও রাখতে ধরে
যাক না যতই সে আগুনে
আমার এ হাত দহে।


তার সে শিখা আড়াল করে
সকল ঝঞ্ঝা হতে
চলতে আলোয় ধরতে দিও
অন্যজনের পথে।
গুণীজনের পদরেখায়
সেই আলো যে পথটি দেখায়
সেই পথে হোক আমার চলা
সবার সাথে রহে।


ক্লান্তি যদি নিদ্রা আনে
নয়ন আসে মুদে
হৃদয় ধুয়ে নয়ন জলে
নিও আমায় শুধে।
তবুও যেন পথের মাঝে
পথ না ভুলি নিজের কাজে
সবার আলো নেভার দায়ে
নাই যেন গো পুড়ি তোমার দ্রোহে।