বিমর্ষ হৃদয়টা কখনো আনন্দের আবেগে
ঠিক যেন সূর্যাস্ত ঝুলে থাকে একখন্ড মেঘে।


ভুলে যায়,
বন্য ঝড় ছিন্ন করে সবুজ পাতা অবিরল
অথবা ভেঙে দেয় বর্ষণাসন্ন মেঘেদের দল।


আতপর,
আমার হৃদয় মাঝে শুনি কার কণ্ঠস্বর?
ক্লান্ত, বিষণ্ণ, নিঃসঙ্গ হাঁটি নিরন্তর -
যে ঝড়ে উড়ে যায় সোনা-প্রভা মেঘ
যে পাতারা সহে না বাতাসের বেগ
যেন তারা ডেকে যায়; কতদিন মিছে
সোনালী স্বপ্নবুকে হেঁটে যাবি আলেয়ার পিছে?