আমায় তুমি অচল ভেবে
চেয়ো নাকো সরিয়ে দিতে
               ওই চরণে ঠেলে
আমার আঁধার চলার পথে
দাও গো তুমি একটু থেমে
               চলার আলো জ্বেলে।


আমায় তুমি পাবে নাকো
               পথের পাশের ভীড়ে
তাই তো আশা আসবে তুমি
               আমার জীর্ণ-নীড়ে।
জানি, আসার নেই সেথা পথ
তবুও রাখি এই মনোরথ
পথটা তুমিই করে দেবে
                তোমার চরণ ফেলে।


সাধ ছিল তো করব আমি
                মনের মত সাজ
দেখব তোমায় কাছে গিয়ে
               আমার রাজাধিরাজ।
সজ্জাবিহীন, অন্ধ আমি
পংকে ডুবে দিবস-যামী
এই পতিতের তবুও আশা
যাওয়ার সময় দেখবে আমায়
                তোমার নয়ন মেলে।