দিন গেলে দিন আসে না আর ফিরে
তবুও দিন অবহেলায় এমনি যাবে কি রে?


থাকতে এ দিন বাইলি না তোর তরী
দিন কাটালি বৃথায় ঘরে দিয়ে গড়াগড়ি
নেই হাতে তোর পারে যাওয়ার কড়ি
কেমনে তরী নিবি রে তুই ওপারের ওই তীরে?
দিন গেলে দিন আসে না আর ফিরে।


বালক বেলা কাটলো রে তোর
করে শুধুই খেলা
ভোগ বিলাসে কাটাস যদি
এখন যৌবন-বেলা
বৃদ্ধ কালে মন আর দেহ
শুনবে না তোর কথা কেহ
কী হবে আর তখন যতই কাঁদিস আখি নীরে?
দিন গেলে দিন আসে না আর ফিরে।


আপন থাকে পাওয়ার আশায়
দুঃস্থে দিলে ভালোবাসায়
যাওয়ার সময় তার আশীর্বাদ হাসতে পারে শিরে
দিন গেলে দিন আসে না আর ফিরে।