তুমি দেখালে শুধু তোমারই চোখের জল
দেখনি চেয়ে আমার হৃদয় পুড়ায় কী অনল।
উপরের ঢেউ দেখে করে গেলে অভিযোগ
তোমার দুকূল ভেঙে এনেছি শুধুই যে দুর্ভোগ
দেখনি ছুঁয়ে আমার বুকের শান্ত নরম তল।


যে রঙিন ফুল দেখে তুমি এসেছিলে
গন্ধ ও বর্ণ তার ভালোবেসেছিলে -
একদিন সেই ফুল বিবর্ণ দেখে
চলে গেলে তুমি ধুলি পরে তারে রেখে
বোঝনি কী ব্যথায় ফুল ঝরে ধরে ফল।