হয়না তেমন চাও গো যেমন আমার কথা বলা
তাই বলে কি বন্ধ হবে আমার এ পথ চলা?


আমার পথে চলি যখন আমার নিজের মতো
আমিই জানি কোন কাঁটাতে চরণ আমার ক্ষত
আমার এ পথ সহজ ভেবে
যতই দূরে ঠেলে দেবে  
বুঝবে নাকো কোন বেদনায় কাঁদে চরণ-তলা।


বন্ধু তুমি এপার ওপার করলে বিভাজন
বুঝলে নাকো দুই পারেতেই কান্দে মানুষ-মন
যার যা ব্যথা সে তাই বোঝে
বলায় নিজের ভাষা খোঁজে
তোমারটা হয় শ্রুতিমধুর, আমারটা কান জ্বলা।


ভালোবাসার কাঙালকে আজ দিলে শুধুই ঘৃণা
শুনলে নাকো আমার বলায় ভিক্ষা চাওয়া কি না    
যা বলি তাই উল্টো বোঝো
যা দিই তাতেই মন্দ খোঁজো
তোমার প্রেমের পিয়াসীকে মারবে কী নির্জলা?


বন্ধু তুমি অনেক দূরে পাতলে তোমার কান
দু'জনের দুই কথা হলেও শুনবে একই গান
অনেক দূরে দেখতে শেখো
কাছের যে পথ ভিন্ন দেখো
দেখবে দূরে এক হয়েছে মিলিয়ে দু'জন গলা।