আমার ভীরু বুকের মাঝে
এ কার আওয়াজ শুনি
আমার দ্বারে এলো কী সে
যার আসা দিন গুনি?


ঝড়ো হাওয়ায় শুকনো পাতা
নিত্য এখন ঝরে
ঘুম ভেঙে যায় ক্ষণে ক্ষণে
তার বাজা মর্মরে।
ভাবি, কী তার চরণ-ঘাতে
শুকনো পাতা ওমনি মাতে?
আমায় কী তার কোমল হাতে
পরশ দেবে গুণী?


দিনের শেষে করুণ আভায়
নেমে আসে আঁধার
যায় চলে যে আলো তারে
বৃথায় আশা বাঁধার।
প্রভাত আবার যখন হাসে
হৃদয় তারে ভালোবাসে
চমকে উঠি, যদি আসে
হঠাত সে তখুনি।


আসে যেন আসে সে জন  
এমনি দিনেই আসে
দিনের নতুন আলোর মতই
স্নিগ্ধ-মধুর হাসে।
সমীরণের পরশ মেখে
ফুলের মধুর হাসি দেখে
পাখির গানে নেবে ডেকে
স্বপ্ন যে তাই বুনি।