খাওয়া খাওয়ির দুনিয়ায়
যার যা খাবার সে তা খায় -
যার নাকি যা লেখা আছে রিজিকে
কেউ বলে সে ভগবান,
কেউ বা আল্লাহ মেহেরবান,
কেউ বলে তা ঈশ্বরই তো দিয়েছে লিখে।


কেউ ভাত কেউ পোলাও খায়
কেউ খেসারী, ছোলাও খায়
মুরুব্বিগন অরুচিতে সকাল বিকেল নীম খায়
নিঃস্ব শিশু আপন পরের বকা খায়
ধনীর শিশু সখের বশে মকা খায়,
অঢেল খাবার পেয়ে তারা, কী খাবে হিমসিম খায়।


কেউ আনন্দে সুদ খায়
মদ খেয়ে কেউ বুদ হায়
অনেকেই আজ গর্বভরে ঘুষ খায়
কেউ বেশী কেউ কম খায়
যার কিছু নেই, বিষম খায়
কেউ ক্ষমতায় নিজেই নিজের হুশ খায়।


কেউ বা কারো চাকরী খায়
খায় কারো পিট লাকড়ীটায়
অবলীলায় কেউ বা কারো খুন খায়
কেউ বা ভেবে-চিন্তে খায়
কেউ বা বেচতে কিনতে খায়
কেউ বা আবার কারো নাকি নুন খায়।


ভালো মানুষ ধোকা খায়
দুষ্ট মানুষ বোকা খায়
দুর্বলেরা সবলজনের চোট খায়
চাকর বাকর লাথি খায়
চাকরীতে কেউ হাতি খায়
অসত নেতা রাতারাতি ভোট খায়।


জ্ঞানীর খাওয়ার জ্ঞান নাই
বৌ করে ভ্যান ভ্যান তাই
অসত-চতুর রোজ ভালো খায় শেষটায়
আমলা, মন্ত্রী, রাজা খায়
যেন পাপড় ভাজা খায়
মুখের ভেতর মুড়মুড়িয়ে সমস্ত এ দেশটাই।


রিজিকদাতা কেমন লেখক
লিখলি বৃথায় হক বা বেহক
সে সব ভেবে কেউ বা আবার খাবার না পায়
সে সব জ্ঞানের কিছু বাহক
কমিশন খায় হলেও নাহক
কারো খাবার অভাব বড়, কারো খাবার অভাব নাই।