শুধাও যদি এবার ঈদে কী উপহার চাই
বলব আমি এবার ঈদে তোমায় যেন পাই।
আমার, নয়ন কাঁদে তোমার আশে
চোখের জলে বালিশ ভাসে
দুই চোখে যে ঘুম আসে না রাত্রি কেটে যায়
আমি তোমায় যেন পাই।

কবে শেষ আর হবে বলো এ সংসারের দাবি
ফিরবে তবে, সেই কথা যে সারাক্ষণই ভাবি।
কী যে খাও আর কোথায় থাকো
কী ব্যথা যে বুকে রাখো
সেসব ভুলে কেমন করে একলা ঈদে খাই?
আমি তোমায় যেন পাই।

আমি যেমন ভাবি তোমায় তুমিও কি ভাবো?
ডাকলে আমায় পাখি হয়ে ঠিকই উড়ে যাবো।
ডেকো আমায় মুখে ডেকো
দূরে থেকেও বুকে রেখো
তোমায় যেমন বুকে নিয়ে সারাক্ষণই কাটাই
আমি তোমায় যেন পাই।