বলো না, বলো না প্রিয়, বলো না এখনই গান গাহিতে
আরও কিছু ক্ষণ চাই, আবেশে তোমার ওই মুখে চাহিতে।


এখনো আসেনি ফাগুন, নিদহারা নিশি তাই জাগিনি
এখনো আসেনি শ্রাবণ, বাজেনি অবিরাম বৃষ্টির রাগিনি।
এখনো হৃদয় হয়নি ব্যাকুল, ডুবে যেতে ছেড়ে এই কূল
এখনি বলো না ভাটার এই মরা গাঙে তরীখানি বাহিতে।


ক্ষণ পরে বনে বনে নানা রঙে ফুটিবে যে কত ফুল
দাও প্রিয় তাই দিয়ে বাঁধিতে এলোমেলো এই চুল।
তারপর এ খোঁপার সৌরভে, দুটিমন আবেগে আকুল হবে  
কণ্ঠ গাহিবে আনমনে, বাধা নাহি রবে আর অকারণ নাহি-তে।