মরণ ভেলায় ভাসিয়া যখন যাইব তোমার দ্বারে
আমার নয়ন কাঁদিবে তোমায় একবার দেখিবারে।


জানি তুমি আছো সদাই কাছে
অধমের দেখার চোখ কী আছে!
অধম যে তাই করুনা যাচে
মরণের পরে আসিও নজরে, শুধু তুমি এক বারে।


জানি অযোগ্য, আমি দীনহীন
তবু এই মনে আশা রাখি ক্ষীণ
শেষ হিসাবে হলে সমুখীন
তোমার সৃষ্টি আমার এ দৃষ্টি দেখিবে সেদিন তোমারে।


করিও দয়া তোমার মনে
দেখা দিও এই অধমজনে
জনম ধন্য হবে সেই ক্ষণে
পুড়ালে পুড়ায়ো তারপর মোরে নরকের নারে।


রচনা: ২৪ এপ্রিল, ২০১৬