বাংলার স্বাধীনতা আনবে বলে
লাখো প্রাণ দিল বলিদান
মায়েদের ভাসায়ে অশ্রুজলে।


রক্তে রাঙানো তার সোপানে উঠে
লোভাতুর নেতাগন দুহাতে লুটে
শুষে শুষে স্বাধীন এই দেশটাকে
দিনে দিনে পাঠায় শেষে রসাতলে।।


শহীদের আত্মারা দেখে নীরবে,
কী ব্যথায় কাঁদে প্রিয় জন্মভুমি
স্বদেশ প্রীতির এক বিরল নজির
ক্ষমতা ও অর্থের চরণ চুমি।


যাঁরা নিঃস্ব জাতির বুকে জাগাবে আশা
বঞ্চিতে দেবে প্রতি-বাদের ভাষা
আজি রক্ত কমলে গাঁথা নতুন মালা
মায়েরা পরাবে সেই বিপ্লবীর গলে।