খবরটা দিয়ে গেল ভোরের বাতাস
চুরি হয়ে গেছে রাতে ফুলের সুবাস।
কর্মক্লান্ত মানুষেরা নিশিথে যখন
রঙিন স্বপন চোখে ঘুমে অচেতন
ফুলের সুবাস চোর এসে অগোচরে
ফুলের সুবাস নিয়ে গেছে চুরি করে।
দেখেছিল তারা আর আকাশের চাঁদ
করেনিকো তবু তারা কেউ প্রতিবাদ।


এসেছ বন্ধু আবার দ্বারে আজ প্রাতে
সুবাসিত ফুল খুঁজি দিতে ওই হাতে।
গাছে ভরা কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল -
সুবাসবিহীন সব, রক্তে রাঙা ফুল।
আমি তাই কাঁদি আজ শূন্য হাতে ভোরে,
সুবাসহীন রঙিন ফুল দেবে চোরে।