ঘুষ মানে সামান্য কিছু দিয়ে কিছু পাওয়া নয়
ঘুষ মানে সৃষ্টি ও ধ্বংসের স্থান বিনিময়।
ঘুষ মানে ধ্বংস করা গণতন্ত্র, আইনের শাসন
ঘুষ মানে মানব অধিকারের পূর্ণ নির্বাসন।
ঘুষ মানে কলুষিত বাজার - উচ্চ দ্রব্য-মূল্য
সৎ মানুষের জীবন যাপন যেথা নরক-তুল্য।
ঘুষ আনে সংঘবদ্ধ অপরাধ, নিরাপত্তাহীনতা
ধবংস করে জীবনের মান, বাড়ায় শুধু দীনতা।


ঘুষ মানে বৈধের মৃত্যুদন্ড অবৈধের হাতে
ঘুষ মানে মাছ আর ডাল ছেড়ে বিষ ঢালা পাতে।
কম বেশী ঘুষ আছে পৃথিবীর বহু দেশে
গরিব দেশে তা সবচেয়ে বেশী সর্বনেশে।
গরিব দেশে তাই সত্যি যদি উন্নয়ন চাও
সবার আগে শক্তহাতে সর্বস্তরে ঘুষকে তাড়াও।