সূর্য যখন সোনালী হইয়া উঠিল গগন কোণে
আজো মনে পড়ে - কোথা চলিয়াছি - শুধা'লাম সেই ক্ষণে।
দেখিলাম শুধু রহস্যে ভরা তাহার দুইটি চোখ
দিগন্তে চাহি কহিল যেন, যাত্রা তো শুরু হোক।


মন্ত্রমুগ্ধ চলিয়াছি পথে শুধু যে পথের টানে
খেলা করি শুধু তাহাদের সাথে যাহা কিছু পথ আনে।
মাঝে মাঝে তার ক্ষণিক থামিয়া যতবার ফিরে চাই
দুটি চোখে দেখি আরও রহস্য, উত্তর কিছু নাই।


শুধু দেখি নিতি রাতের আঁধারে ঘুমন্ত যত প্রাণ
দিনমনি আসি কী মধুর হাসি দেয় তাহাদের টান।
সেই টানে ছোটে যত বেলা বাড়ে - কে জানে কী আছে পথে
নাহি জানে তবু অতি নিষ্ঠায় ব্যস্ত যে যার ব্রতে।


কারো চলা হয় অস্তবেলায় কারো শেষ পথ মাঝে
কারো তরী ডোবে অকুল পাথারে কারো জয়ধ্বনি বাজে।
নিজ হাতে যাই শুরু করি তার শেষ রহস্যময়
শুধু জানি মাঝে যত কিছু খেলি তার কিছু মিছে নয়।


শুধু জানি যারা ছুঁয়েছে হৃদয় সব ছিল তার খাঁটি
অদেখা যা কিছু রহস্যেই থাক - মিছে নয় এই মাটি।
হে রহস্যময়ী! রহস্যেই হাসো - নেই মোর মন্তব্য
চাহি না জানিতে কোথা চলিয়াছি - পাইয়াছি গন্তব্য।