মিম্বরে খাড়া ওমর শুধালো -
নিই যদি জাতি বিপথে
কে আছ, কি ভাবে, আমারে রুধিবে
বলো তো আমার সে ব্রতে?
তলোয়ার হাতে দাঁড়িয়ে একজন
কহিল অতি দৃপ্তস্বরে -
তলোয়ার দিয়ে আঘাত করে
আনিব তোমায় সঠিক পথে।


অর্ধ-পৃথিবীর শাসক ওমর
হাসিয়া কহিল আবার
টুটিয়া গেল এ মনে আজও
যা ছিল শংকা আমার -
ওমরও যদি লোভ ও গর্বে
হারায় সত্য-সুপথ
আঘাত হানিয়া আনিবে সুপথে
আছে সে বন্ধু তাঁর।


সৎ, সু-শাসক ভয় করে সদা,
তাঁরে ঘিরে থাকা চাটুকার
সাংবাদিকের কলমকে ভাবে
ঠিক পথে আনা তলোয়ার।
লেখক কবির লেখায় দেখে
প্রতিদিন নিজ চেহারা
যে কেউ পারে প্রতিবাদী হতে
দৃপ্তস্বরে সমুখে তাঁর।