ওরে কে যাবি আয় দূর আকাশের আজব রেস্তোরাঁয়
উচ্চে সেথায় যাওয়ার তরে পায়ের রাস্তা নাই।


ওরে, যাবি সেথায় হাওয়ার সে এক আজব যানে চড়ি'    
সিট্ নেই তার, ঝোলে নীচে লম্বা সে এক দড়ি
শক্ত হাতে ধরিস যদি পার হবি তুই হাওয়ার নদী
নইলে পড়ে শেষ হবে তোর ভালো খাওয়ার খাঁই।


দড়ির মাথায় থাকিস যদি হাওয়ায় ঝুলে ঝুলে
সেবকরা সব হাতটি ধরে নেবেই তোরে তুলে
সেথায় খাবার খুব সস্তা বসার জন্যে শুধুই বস্তা
সেথায় সে ততটাই খাবার পাবে, যে যতটা চায়।


-------------------------------------------------
# কবি পারমিতা দেবীর "ছায়াপথে মধুচাঁদ" কবিতায় খবর পেলাম এখন নবদম্পতিরা ছায়াপথে হনিমুনে যাওয়ার প্লান করছে। তাই আকাশপথে হাওয়ায় এই রেস্তরাঁ খোলা হলো যাতে যাওয়ার পথে বিশ্রাম এবং খাবার গ্রহন করতে পারে। তাড়াহুড়া করে খোলায় বসার ব্যবস্থা আপাততঃ বস্তা, তবে সস্তায় খুব ভালো এবং প্রচুর খাবার পাওয়া যাবে।